raising sylhet
ঢাকারবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবি ছয়টি আবাসিক হলে ২১ জন সহকারী প্রভোস্ট এবং ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

শাবিপ্রবি ছয়টি আবাসিক হলে ২১ জন সহকারী প্রভোস্ট এবং ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত অফিস আদেশে এ আদেশ জারি করা হয়।

আদেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছয়টি আবাসিক হলে ২১ জন সহকারী প্রভোস্ট এবং ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টর হিসেবে রয়েছেন, এফইটি বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার, সিইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফ হোসাইন, সিএসই বিভাগের প্রভাষক মো. শাদমীম হাসান সিফাত।

ছেলেদের তিনটি আবাসিক হলের মধ্যে শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন জিইবি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফ আহমেদ, সিএসই বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান।

সৈয়দ মুজতবা আলী হলের সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান, সিইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল হায়দার ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন আইপিই বিভাগের অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, সিএসই বিভাগের প্রভাষক এ. কে. এম ফাখরুল হোসেন ও একই বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন সিইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজমুন্নাহার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শিমলা আক্তার ও একই বিভাগের প্রভাষক আজমিরি সুলতানা।

অন্যদিকে প্রথম ছাত্রী হলের সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমেনা খাতুন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানাকা তানজিমা আতিক ও একই বিভাগের সহকারী অধ্যাপক সায়মা সাদিয়া শাওন। বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফলের সহকারী প্রভোস্ট পদে নিয়োগ পেয়েছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসনে আরা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাকুফা চৌধুরী, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক প্রিয়াঙ্কা ভট্টাচার্য, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জুবেলী বেগম।

অফিস আদেশে বলা হয় ও তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

২৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।