
রাইজিংসিলেট- শাবির দুই শিক্ষার্থী ৪ দিনের রিমান্ডে! শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র—স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান—কে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিন মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
গত ২ মে একটি মেসে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী লিখিতভাবে বিষয়টি প্রক্টরের কাছে জানালে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।