raising sylhet
ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাবির ব্যবসায় প্রশাসন বিভাগে’র প্রধান ড. খায়রুল ইসলাম

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- শাবির ব্যবসায় প্রশাসন বিভাগে’র প্রধান ড. খায়রুল ইসলাম,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, ‘শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের বিভাগীয় প্রধানের মেয়াদ আগামী ১৭ সেপ্টেম্বর  শেষ হবে বিধায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ৪(২) ধারানুসারে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামকে ১৮ সেপ্টেম্বর থেকে তিন বছরের জন্য ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নিযুক্ত করা হয়েছে।’

Advertisements

তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন বলে অফিস আদেশে জানানো হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘বিভাগীয় প্রধান হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব । এ বিষয়ে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি।’

৭২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।