raising sylhet
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত (আনুমানিক ২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

Advertisements

সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। হাইওয়ে থানা পুলিশ ঘন্টাখানেক চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে।

জানা যায়, ওই সময় এক যুবক রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মরদেহটি থেতলে যাওয়ায় তাৎক্ষণিক তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) তৈয়মুর ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

৮২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।