raising sylhet
ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শার্লিন মা হতে চান

rising sylhet
rising sylhet
নভেম্বর ৩০, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন । তার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে।

নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)।

তিনি জানান, এই রোগোর কারণে আমি ২০২১ সালে কিডনি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এরপর থেকেই সমস্যা বাড়ে। ডাক্তার আমাকে বলেছিলেন, স্বাস্থ্য ব্যাধি নিয়ন্ত্রণে রাখতে আমাকে সারাজীবন ওষুধ খেতে হবে। আমি এটি দিনে তিনবার গ্রহণ করি। তারা এও পরামর্শ দিয়েছিল, আমার কখনই অন্তঃসত্বা হওয়ার কথা ভাবা উচিত নয়। কারণ, এটি শিশু এবং মা উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে।

Advertisements

একটি অনুষ্ঠানে মা হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শার্লিন চোপড়াকে। জবাবে তিনি বলেন, আমার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)। যা এক ধরণের অটোইমিউন ডিজিজ। ২০২১ সালে প্রথম এই রোগ ধরা পড়ে।

তবে শার্লিন মা হতে চান। অন্তত চার-পাঁচটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। নিজের এমন অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি বাচ্চা খুব ভালোবাসি। ভারতে মা হওয়ার জন্য কী কী বিকল্প রয়েছে, তা খতিয়ে দেখছি। খুব শিগগিরই সবাইকে একটা সুখবর দেব।

ডাক্তারদের মতে, লুপাসে আক্রান্তরা সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও গর্ভধারণ তাদের জন্য জীবন-ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণেই শার্লিন নিজের গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না।

২৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।