শাল্লায় অবনী মোহন দাস ও দিরা্ইয়ে আলোচনায় প্রদীপ রায় ।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনা সমালোচনার ডিঙ্গিয়ে চমক দেখালে শাল্লা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অবনী মোহন দাস।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৯ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই প্রবীন রাজনীতিবিদ।
দিরা্ইয়ে প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাড়ে ১০ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়।
প্রার্থীর পোলিং এজেন্ট ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রদীপ রায়ের বিজয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রদীপ রায়ের বিজয়ের খবরে তার কর্মী সর্মথকদের মধ্যে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।
তবে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা জানা যায়নি। ফলাফল জানতে আরও সময় লাগতে পারে বলে জনানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।