raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাল্লায় ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে লিগ্যাল নো’টি’শ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- শাল্লায় ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে লিগ্যাল নো’টি’শ। সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২ নং হবিবপুর ইউনিয়নের শাসখাই, মৌরাপুর, আগুয়াই, বিলপুর গ্রামসহ শাসখাই বাজারে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে এলাকাবাসীর পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিনিয়র সচিব পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি, সুনামগঞ্জ। নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ। এজিএম সাব-জোনাল অফিস, শাল্লা পল্লী বিদ্যুৎ সমিতিকে এ নোটিশ পাঠান তিনি।

বিদ্যুৎবিহীন এলাকাবাসীর পক্ষে লিগ্যাল নোটিশে আইনজীবী মোহাম্মদ শিশির মনির উল্লেখ করেন, আমি আমার মক্কেলগন কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হয়ে তাদের দাখিলীয় কাগজপত্র পর্যালোচনা করত: তাহাদের পরামর্শ ও নির্দেশনা মোতাবেক এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ এর মাধ্যমে আপনাকে অবগত করতেছি যে।

সুনামগঞ্জ জেলার শালা উপজেলার ২ নং হবিবপুর ইউনিয়নের শাসখাই বাজার সহ ৪টি গ্রামে (মৌরাপুর, আগুয়াই, বিলপুর ও শাসখাই) বিগত ২০১৭ সালে ডিসেম্বরে চালু হয় দুর্গম হাওর সৌর বিদ্যুৎ প্রকল্প। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে দেশের পল্লী এলাকার সর্ববৃহৎ সোলার প্রকল্পটি নির্মাণের মাধ্যমে সোলার বিদ্যুৎ সংযোগ পায় উক্ত ৪টি এলাকার বাসিন্দারা।

এই বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন উপরোক্ত এলাকাসমূহে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছিল। কিন্তু বিগত ২০২২ সালে ভয়াবহ বন্যায় বিদ্যুৎ প্রকল্পটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ায় উক্ত এলাকার চারটি গ্রামের ৬০০ গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। বর্তমানে শাল্লা উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় থাকলেও উক্ত ৪টি এলাকার জনসাধারণ বিদ্যুৎ সেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত। এমতাবস্থায় বিগত ১২/৯/২৩ ইং তারিখে এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ, বরাবর সোলার বিদ্যুতের পরিবর্তে পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানের আবেদন করলেও আজ অবধি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এহেন পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের শাসখাই বাজারসহ চারটি গ্রামের (মৌরাপুর, আগুয়াই, বিলপুর ও শাসখাই) জনসাধারণের জীবন মান উন্নয়নে পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ গ্রহীতা সহ সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যতায় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে যথাযথ আইনি প্রতিকার চাইতে বাধ্য হব।

৩০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।