ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
মার্চ ২০, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ মার্চ) রাতে পরিষদের উপশহরস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি মো. সফিকুল হক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের প্রধান সদস্য ড. মো. হাসমত উল্লাহ।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান। বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন তরুণ সামাজিক ব্যক্তিত্ব ও পরিষদের কোষাধ্যক্ষ কাজী মো. আব্দুল জলিল খান।
বার্ষিক প্রতিবেদন ও বার্ষিক আর্থিক রিপোর্ট এর উপর আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক ও পরিষদের উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহিদ, জেলা বারের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ গিয়াস উদ্দিন, প্রবীণ মুরব্বী হাজী দবির আহমদ, এডভোকেট আব্দুল ওয়াদুদ, মো. কবির উদ্দিন, মো. জহির তালুকদার, এনাম উদ্দিন, আব্দুল মজিদ রওশন, মো. তজম্মুল ইসলাম, হেলাল আহমদ, জুনেদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিষদের সাবেক সভাপতি ও চেম্বারের বর্তমান পরিচালক এহতেশামুল হক চৌধুরী, পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ.কে এম বদরুল আমিন হারুন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ও পরিষদের নির্বাচন কমিশনার এড. আব্দুল রকিব, নির্বাচন কমিশনার মিসবাহ উদ্দিন চৌধুরী, পরিষদের সিনিয়র সদস্য চৌধুরী হেলাল আহমদ, বাহার উদ্দিনম, এমাদুর রহমান, সংগঠনিক সম্পাদক মো: দিদার হোসেন রুবেল, প্রচার সম্পাদক জয়নুল হক, দপ্তর সম্পাদক মো: রুহেল আলম সিদ্দিকী, মহিলা সম্পাদিকা সাজেদা পারভীন রাজা, সহ যুব ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসনে জাহাঙ্গীর জীবন, স্থায়ী সদস্য এড. মো: আব্দুল মোমিন শিপু, ডা: আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো: ইব্রাহিম খান সাদেক, মো: ফরিদ আহমদ, মো: কামাল আহমদ, সোহরাব আলী, শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, নাজমুল হক চৌধুরী, জাকারিয়া আল হাসান, মো. বদরুল আমিন, শামসুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।