
দি সিলেট ইসলামিক সোসাইটি সেক্রেটারী মো. জাহেদুর রহমান চৌধুরী বলেছেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুর করিম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্বে থাকালীন সময়ে জামেয়ার সুনাম ধরে রাখতে সততার সাথে কাজ করেছেন। সবার সাথে তিনি হাসিমুখে সবসময় কথা বলতেন। তিনি ছিলেন কর্মপরায়ন একজন মানুষ। তাঁর এই মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হারিয়েছি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সোমবার (২১ জুলাই) বেলা ১২টায় শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জামেয়ার অবসরপ্রাপ্ত অফিস সহকারি আব্দুর করিম (করিম দাদু) এর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম মজুমদার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জাফর ইকবাল মাহমুদ, সিনিয়র শিক্ষক মো. মুহিব আলী, সিনিয়র শিক্ষক আব্দুর রব, মোহাম্মদ ওমর ফারুক, ৪র্থ শ্রেণীর কর্মচারী ফয়েজুল্লাহ জমাদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউশা আব্দুল্লাহ ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাজওয়ার ত্বোহা। করিম দাদুর স্মৃতিচারণে কবিতা আবৃত্তি করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আহমেদ ওয়াকিল।
অনুষ্ঠান শেষে আব্দুর করিম (করিম দাদু) এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রশিদ।