ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১২, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। তবে সকলকে সুশৃঙ্খলভাবে খেলাধুলা করতে হবে। আমি আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল পর্ব আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী প্রমুখ।

এ টুর্নামেন্ট পরিচালনায় দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সোহাগ মিয়া, শাহপরান, আদনান মোহন, আরফান উদ্দিন, জুলফি, মারুফ বিল্লাহ, আফফান, মোস্তাকিন ইসলাম, রাকিব মিয়া এবং আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন স্পোর্টস সাস্টের সাধারণ সম্পাদক আইয়ুব হোসাইন ও জিম।

টুর্নামেন্টের আয়োজক মনির হোসেন বলেন, শহীদ জিয়ার স্মৃতিকে ধারণ করেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এতে একে অন্যের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আশাকরি, সবার সহযোগিতায় সুন্দরভাবে এ আয়োজন সম্পন্ন হবে।

৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।