
রাইজিংসিলেট- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার। ধর্ষণের অভিযোগে মামলার আসামি হওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার) সকাল ১১টায় জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃতরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ এবং শান্ত তারা আদনান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী জানান, শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার নিয়েও সভায় আলোচনা হয়।
জানা যায়, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে ওই দুই ছাত্রের বিরুদ্ধে। ঘটনার বিষয়ে ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে তাঁরা চার দিনের রিমান্ডে রয়েছেন।