সিলেটের শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ চড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
শুক্রবার ( ৯জুন) সকালে মাজারে গিয়ে ডা.স্বপ্নীল এই গিলাফ ছড়ান।
দেশ-বিদেশের দলবেঁধে আসা ভক্তদের হাতেও ছিল নানা রঙয়ের গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ পবিত্র কালেমা ও ‘লালে লাল– বাবা শাহজালাল’!
শনিবার ভোররাতে আখেরি মোনাজাত ও পরে শিরনী বিতরণ শেষে দু’দিন ব্যাপী ওরস সমাপ্ত হবে।
ডা.স্বপ্নীল বলেন হযরত শাহজালাল (রহ.) আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশ ও বিশ্ব শান্তি কামনা করে তিনি প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ সালে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ সালের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন সেখানেই তাকে দাফন করা হয়। এই মাজার সারা বছরই ভক্ত আশেকান ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে।
ডা.স্বপ্নীল সিলেট শহরের ছড়ারপার এলাকার সন্তান।