ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজাহান চৌধুরীর বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৭, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি না করতে সতর্ক করে তিনি বলেন, “আমার নাম শাহজাহান চৌধুরী। শুনছি, অনেকেই নাকি উল্টোপাল্টা কথা বলছে। খবরদার—খবরদার—খবরদার। আমাকে যারা চেনেনি, তারা এখনও মাটির নিচে থাকে। আল্লাহ আমাকে দেখছেন, আমার জন্য সূর্যও স্থির থাকবে। আল্লাহ আমাকে এমন মর্যাদাই দিয়েছেন।”

চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা জানিয়েছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগ চলাকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়।

সেই সময় আরও বলেন, “তাই আবারও বলছি—চুদুর বুদুর (উল্টোপাল্টা) কোরো না। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। অনেক কষ্ট করেছি—১৮ বছরে ৯ বছর জেলে কাটিয়েছি। ধনদৌলত কিছু চাইনি। আজ আপনাদের দুয়ারে এসেছি।”

তিনি তার শায়েখ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান চরতীর প্রতি সম্মান জানিয়ে বলেন, এখানে কোনো বিভাজন বা ভিন্ন রাজনৈতিক প্রতীক নেই—“সাতকানিয়া–লোহাগাড়ার একমাত্র প্রতীক দাঁড়িপাল্লা।”

এর আগে ২২ নভেম্বর চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে প্রশাসনকে “কব्जায়” আনার বক্তব্য দিয়ে তিনি আলোচনায় আসেন। বক্তব্য ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

সেই বিতর্কিত বক্তব্যে তিনি বলেন—
“নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। যার যার এলাকায় প্রশাসনের লোকজনকে আমাদের অধীনে আনতে হবে—তারা আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে।”

বক্তব্যটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।