raising sylhet
ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ খানরে নতুন সিনেমার গান গাইবেন সিনা

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

শাহরুখ খানরে নতুন সিনেমার গান গাইবেন সিনা ।

রেসলার জন সিনা হলিউডের জনপ্রিয় অভিনেতা।

এক কথায় একসময় রেসলিংয়ের মঞ্চ কাঁপানো জন সিনা রুপালি পর্দাও কাঁপিয়েছেন একইভাবে।তার অভিনীত হলিউড সিনেমাগুলো সুপারহিট।

সম্প্রতি জিম থেকেই জন সিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে শাহরুখ ও তার ভক্তদের।

এবার জন সিনা আলোচনায় ভারতীয় সিনেপ্রেমীদের মাঝে। শুধু সিনেপ্রেমীরাই নয়; খোদ শাহরুখ খানই এখন জন সিনার প্রশংসায় পঞ্চমুখ।

ওই ভিডিওতে দেখা গেল, জিমে শরীরচর্চা করতে করতে নব্বইয়ের দশকে শাহরুখের জনপ্রিয় ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার ‘ভোলি সি সুরত’ গানটি গাইছেন জন।

জন সিনার মুখে নিজের জনপ্রিয় সিনেমার গানটি শুনে বেশ খুশি শাহরুখ খানও। জন সিনার উদ্দেশ্যে শাহরুখ বলেন, ‘আপনাদের দুজনকেই ধন্যবাদ। দারুণ লাগল শুনে জন সিনা। তবে এবার আমি আপনাকে আমার নতুন সিনেমার গান পাঠাব। আর সেটায় আপনাদের দুজনকে ডুয়েট করতে হবে। ’

Advertisements

রেসলার ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসনের মতো জন সিনাও হলিউডে শক্তিশালী অবস্থান গড়ে তুলছেন।

জন সিনা বলেন, ‘আপনি জানেন না কখন কোথায় কী শিখে নিজেকে সমৃদ্ধ করতে পারবেন! আমরা এখন জিমে। নিজেকে সমৃদ্ধ করার বহু রাস্তাই তো আছে। কিন্তু আমি এখন এই গানটি গাওয়ার যথাসাধ্য চেষ্টা করব।

এটা বলেই উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া শ্রোতাপ্রিয় ‘ভোলি সি সুরত’ গানটি গাইতে শুরু করেন জন সিনা।

মূলত জিম প্রশিক্ষকের সহায়তায় গানটির প্রথম তিন লাইন গেয়ে ফেলেন জন।

আর ফ্রন্ট ক্যামেরায় গানের ভিডিও মোবাইলফোনে বন্দি করেন তার জিম প্রশিক্ষক। ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

২০২১ সালে তাকে দেখা গেছে ‘ফার্স্ট এন্ড ফিউরিয়াস’-এর নবম চলচ্চিত্র ‘এফ৯’-এ। এ ছাড়াও ‘দ্য ওয়াল’, ‘১২ রাউন্ড’, ‘দ্য মেরিন’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন এই সাবেক রেসলার। বর্তমানে একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

১৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।