raising sylhet
ঢাকারবিবার , ১৯ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা কেন্দ্রীয় কমিটির ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

rising sylhet
rising sylhet
মার্চ ১৯, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি কার্যালয়ে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন হলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। তাই কারো প্রাণের স্পন্দন টিকিয়ে রাখতে বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের সবারই উচিত স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করা। রক্তের প্রয়োজন মেটাতে যেহেতু রক্তই দিতে হয়; সেহেতু ব্যাপক জনসচেতনতার মাধ্যমে স্বেচ্ছারক্তদাতা বৃদ্ধিই রক্তের এ চাহিদা মেটাতে পারে। তাই আসুন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজে সুরক্ষিত ও বিপদমুক্ত থাকি এবং অন্যের জীবন প্রদীপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।
ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপি ও শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং ১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ নেওয়াজ।
রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাদাম বাগিচা ইউনিট কমিটি সাধারণ সম্পাদক মো: আলমাছ আহমদ, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক রুমন খান, অর্থ সম্পাদক আনিশা আক্তার, দপ্তর সম্পাদক আবিদুল হাসান আরিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিকা আক্তার, পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি রনি আহমদ, সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু,সহ-সভাপতি মোঃ মঈনুদ্দিন, সহ-সভাপতি মোঃ রবিউল শেখ, ৪নং ওয়ার্ডের সভাপতি সানজিদা হোসেন মারওয়া, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল শাহারিয়ার রাফি, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম হৃদয় প্রমূখ। বিজ্ঞপ্তি

৫৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।