রাইজিংসিলেট- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সম্মত খেলাধুলায় শিশুদের উংসাহিত করতে হবে। কারণ বর্তমান প্রজন্মের শিশুরা মোবাইল গেইমে বেশি আসক্ত, ফলে তারা শিক্ষা অর্জনে ও উদ্ধীপনা হারানোর পাশাপাশি সুস্বাস্থ্য গঠন থেকে বিরত থাকবে। এজন্য অবিভাবকদের বলতে চাই আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও উৎসাহিত করুন।
তিনি রবিবার দক্ষিণ সুরমার জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফির আহমদ কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহ নেওয়াজ ও সম্পা রাণী চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, উপজেলা শিক্ষা অফিসার জাফর আহমেদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তজম্মূল ইসলাম, অভিভাবক সদস্য গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- সমাজসেবী ও শিক্ষানুরাগী এডভোকেট শাহীন আহমদ, অরুণ দেবনাথ সাগর প্রমুখ।