ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা শুধু বই নয়, বাস্তব জীবনের প্রস্তুতিও জরুরি: অধ্যাপক মুহিবুর রহমান

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ নয়, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা রাখে। ইয়ার এন্ডিং ক্লাস পার্টির মতো এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা আরও উৎসাহ ও অনুপ্রেরণা পায়। তিনি আরো বলেন, মুহিবুর রহমান একাডেমির মূল লক্ষ্য, শিক্ষার্থীদেরকে আধুনিক, নৈতিক, প্রযুক্তি-সমৃদ্ধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করা। এজন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি এ ধরনের উন্মুক্ত ও বিনোদনমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মুখে হাসি দেখে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও সমৃদ্ধভাবে আয়োজন করা হবে।

তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সিলেট নগরীর পায়ড়াস্থ মুহিবুর রহমান একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের ইয়ার এন্ডিং ক্লাস পার্টির কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী, রাসেল আহমদ। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের উপস্থিতিতে পুরো একাডেমিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।