আ:আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ৪৭-নওগাঁ-২ পত্নীতলা-ধামুরহাট সাবেক ও বর্তমান শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ জুন সকাল ১০ ঘটিকায় ঈদ-উল-আযহা উপলক্ষে পত্নীতলা উপজেলা চত্বরে মডেল মসজিদে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্তমান ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুর রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক রাজশাহী অঞ্চল অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও মান্দা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী খ. ম. আব্দুর রাকিব, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখা নায়েবে আমীর পত্নীতলা-ধামুরহাট
জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রাথী ইন্জিনিয়ার মো: এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমীর এবং নওগাঁ পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদ প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন।
প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন— আল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই ঈদ পুনর্মিলনী প্রমাণ করে আমাদের এই পথচলায় শিবিরের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা অটুট থাকবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের আস্থা ও সম্পৃক্ততা ক্রমেই দৃঢ় হচ্ছে। এ মিলনমেলা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধকে আরও জোরদার করেছে।
বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পত্নীতলা-ধামুরহাটের উপজেলা চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান এবং ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান গন উপস্থিত থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল শৃঙ্খলাপূর্ণ, হৃদয়ছোঁয়া এবং উৎসবমুখর পরিবেশে ভরপুর।