ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে টেউটিন বিতরণ

rising sylhet
rising sylhet
এপ্রিল ৯, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রামে ভয়াবহ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মধ্যে টেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে সেবামুলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে এই টেউটিন বিতরণ করা হয়।

 

টেউডিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্যাপ ফাউন্ডেশন পাশে রয়েছে। দেশের উন্নয়নে ক্যাপ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতি ব্রিটিশ কিছু তরুণের এমন উদ্যোগকে স্বাগত জানাই। এভাবেই বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে।’

 এসব কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, ‘দারিদ্রমুক্ত দেশ গড়তে অনেক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছে, এর মধ্যে ক্যাপ ফাউন্ডেশন অন্যতম। ক্যাপ ফাউন্ডেশন দেশের দরিদ্র ও অনগ্রসর মানুষের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন।’

এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ ফাউন্ডেশন সিইও আব্দুল নুর হুমায়ুন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেন, স্বেচ্ছাসেবক আরিফ আহমদ সুমন, দিপক অধিকারী, সুমন তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।