ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় ৩ জনকে জেল হাজতে প্রেরন

rising sylhet
rising sylhet
মে ২৯, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনাথে গরুচোর সন্দেহে ঘরের গ্রীলের সাথে বেঁধে শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৩ জনকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট ইদিআমিন লিওন। তবে মামললার প্রধান আসামি কালিজুরি মটুককুনা গ্রামের রুস্তুম আলীর ছেলে নানু মিয়া (৩৫) ও ৫ নং আসামি সদরপুর মটুককুনা গ্রামের মৃত কামসির আলীর ছেলে বারিক মিয়া পলাতক রয়েছেন বলেও তিনি জানান।

তারা হচ্ছেন, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কালিজুরি মটুককুনা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে লায়েক আহমদ (৩৫) মেম্বার, সদরপুর মটুককুনা গ্রামের কাহানুর মিয়ার ছেলে লোকমান মিয়া (৪৫) ও কালিজুরি মটুককুনা গ্রামের জলিল মিয়ার ছেলে সুমন আহমদ (৩২)।

এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর পূর্বে ওই তিন আসামি ৪ মে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাদের জামিন না দিয়ে চার সপ্তাহের ভেতরে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ করেন।

বৃহস্পতিবার নিম্ন আদালতে তাদের হাজিরা দেয়ার শেষ দিন ছিল। আর এই তারিখে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে তারা হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করেন আদালত।

গত (১৬ মার্চ) উপজেলার দেওকলস ইউনিয়নের রুহেল মিয়ার শিশু সন্তান অলিউর রহমান (১৪) কে গরুচুরির অপবাদ দিয়ে আসামিরা রাস্তা থেকে ধরে নিয়ে যায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়েক আহমদ মেম্বারের বাড়িতে। সেখানে নিয়ে লায়েক আহমদ মেম্বারের ঘরের গ্রীলের সাথে বেঁধে শিশু অলিউর রহমান’কে অমানবিক নির্যাতন করা হয়।

এঘটনায় ১৮ মার্চ অলিউর রহমানের মা জলি বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং-(১২)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।