
এক মাদরাসায় শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির প্রায় ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই শিক্ষক।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন।
আটক শিক্ষকের নাম সাজেদুল ইসলাম (২৮)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে উত্তেজিত জনতা শিক্ষক সাজেদুলকে মাদরাসা থেকে আটক করে। পরে ৯৯৯-এ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির আরও প্রায় ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই শিক্ষক।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ৯৯৯-এ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। আজ সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর দাদি বলেন, হুজুর (অভিযুক্ত শিক্ষক) মসজিদের ভেতর ঝাড় দিতে বলার নাম করে ডেকে নেন। তারপর সুকৌশলে খারাপ কাজ করেন। বিষয়টি জানাজানি হলে সবাই মিলে তাকে ধরেছি।