ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের ঈদ আনন্দে ‘গ্ল্যামডাস্ট’-এর মানবিক উদ্যোগ

rising sylhet
rising sylhet
মার্চ ২১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শিবগঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছেন সিলেটের নারী উদ্যোক্তা আমিনা খুশি। খুশির অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্ল্যামডাস্ট’ এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছে।

শুক্রবার সিলেট শহরের শিবগঞ্জ লাকড়িপাড়ায় শতাধিক শিশুর মধ্যে পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে শিশুদের যেমন হাসি ফুটেছে, শিশুদের অভিভাবকরা বেশ আনন্দিত হয়েছেন। ‘গ্ল্যামডাস্ট’ পরিচালক আমিনা খুশি বলেন, “ঈদ আমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত। কিন্তু অনেকেই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। আমাদের সম্মিলিত এই ক্ষুদ্র প্রচেষ্টা শিশুদের ঈদের আনন্দে একটু হলেও অংশীদার হতে সাহায্য করতে পারে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।

সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন ঈদে নতুন পোশাক পায় এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সে জন্যই গ্লামডাস্টের এই উদ্যোগ। ‘গ্ল্যামডাস্টের’ ব্যবসার লাভাংশ, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের অর্থ দিয়ে শতাধিক শিশুর জন্য ঈদের পোশাক কেনা হয়।
‘গ্ল্যামডাস্টের’ পরিচালক আমিনা খুশি তার বক্তব্যে আরো বলেন, “আমার বিশ্বাস, সমাজে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এমন উদ্যোগগুলোই একে অপরকে সহযোগিতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।” তিনি আরও জানান, গ্ল্যামডাস্টের এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।

শিশুদের অভিভাবকরা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেছেন। একজন অভিভাবক বলেন, “নতুন পোশাক পেয়ে আমাদের শিশুদের মুখে হাসি এসেছে, এটাই আমাদের ঈদের আনন্দ।” দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে আমাদের শিশুদের নতুন পোশাক দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে, কিন্তু আজকের এই উদ্যোগটি আমাদের জন্য একটি বড় সাহায্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।