শিশুপুত্রকে কুপিয়ে খুন করেছে পাষন্ড বাবা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় সিলেট বিমানবন্দর থানাধীন বাউরকান্দি গ্রামে মো. রাব্বি (৪) নামের এক শিশুকে কুপিয়ে খুন করেছে তার পাষন্ড বাবা রতন মিয়া।
বিষটি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন।
পরিবারের বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, সকালে রতন মিয়া ছেলেকে বাড়ির পুকুরে নিয়ে গোসল করান। এরপর খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ দা দিয়ে কুপিয়ে চারবছর বয়সী শিশুটিকে খুন করেন। হঠাৎ কেন শিশুসন্তানকে খুন করলেন এ ব্যাপারে রতন মিয়া পরিস্কার করে কিছু বলছেন না বলে জানান ওসি।
৭৯ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।