ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শুরুতেই ৬ মিনিটে হামজার দেওয়া গোলে ১-০তে এগিয়ে বাংলাদেশ

rising sylhet
rising sylhet
জুন ৪, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ম্যাচের শুরুতেই ৬ মিনিটে হামজার দেওয়া গোলে ১-০তে এগিয়ে গেছে জামাল বাহিনী।

ভুটানের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে আছেন হামজা চৌধুরী। সেই সাথে  বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফাহামেদুল ইসলাম ও কাজেম শাহ’র। দেশের মাটিতে জাতীয় দলের হয়ে আজই প্রথমবার মাঠে নেমেছেন হামজা।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পান ফাহামেদুল ইসলাম। সেবার সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করলেও  স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে সৌদি থেকেই তাকে ফিরে যেতে হয় ইতালিতে।

বাংলাদেশ একাদশ: তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ কিরমানি, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।

 আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ।  ভুটানের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।