রাইজিংসিলেট- শেখ কামাল যুব গেমসের উদ্বোধন,সোমবার দুপুরে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ যুব গেমস শুরু হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলাম, সদর ইউএনও মো. রাসেদুল হাসান, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও ক্রীড়া ব্যক্তিত্ব রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা যুব গেমসের আয়োজন করে।
যুব গেমসে ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টনসহ ৬টি বিষয়ে খেলায় উপজেলা পর্যায়ে উদীয়মান তরুণ-তরুণীরা অংশগ্রহণ করে। প্রথম দিন ৯ উপজেলা থেকে ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ফুটবলে কুড়িগ্রাম যুব দল উলিপুর যুব দলকে ৩-০ গোলে পরাজিত করে। অপরদিকে ভলিবলে উলিপুর যুব দল কুড়িগ্রাম যুব দলকে ২-০ সেটে পরাজিত করে।
ছয় দিনব্যাপী প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে ৫২ জন যুব ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে।
৫ বার পড়া হয়েছে।