raising sylhet
ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ

rising sylhet
rising sylhet
আগস্ট ১৫, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি: শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ। বাংলাদেশ থেকে পলায়নকৃত স্বৈরাচারী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাক- কর্মীদের বিচারের দাবিতে ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করেছে সেচ্ছাসেবক দলের নেতা- কর্মীরা। অদ্য ১৫ আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি জাকির হোসেন মনির সহ দলের নেতাকর্মীরা বলেন, “অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। এবং সেই সঙ্গে শেখ হাসিনার দোসরদেরও বিচারের আওয়াতায় আনার দাবি করেন তারা। এবং ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়েছে, তবে এখনো তার দোসররা দেশের মাটিতে বসে অরাজকতা করছে। তাই তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কোনো ভাবেই যেন তারা পালিয়ে যেতে না পারে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

Advertisements

উপস্থিত ছিলেন মীর মোস্তাফিজুর রহমান রনি, লুকু চৌধুরী, যুগ্ন সম্পাদক কামাল মোল্লা, দপ্তর সম্পাদক এইচ আর সুমন এ ছাড়াও সেচ্ছাসেবক দলের জেলা, সদর উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়নের সংগঠনের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।

৭৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।