ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে আনোয়ার ফাউন্ডেশন ইউকের অনুদান প্রদান

rising sylhet
rising sylhet
মে ২৭, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ছাতক উপজেলার চেঁচান দক্ষিণ খুরমা ইউনিয়নের শেনপুর ৪নং ওয়ার্ডের শেনপুর কেন্দ্রীয় নতুন জামে মসজিদের নির্মাণ কাজের জন্য অর্থ অনুদান প্রদান করেছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে।

মঙ্গলবার (২৭ মে) বাদ যোহর মসজিদ কমিটির কাছে আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়ার পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শেনপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আলী উদ্দীন, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল মন্নান, মনির উদ্দিন, আব্দুল কাহার, মুজিব, আব্দুস ছোপান, সুরুজ আলী, মসজিদের পেশ ইমাম জুনাইদ আহমদ।

উল্লেখ্য, ১৯৬৫ সালে এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ছাতক উপজেলার চেঁচান শেনপুর ৪নং ওয়ার্ডের শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয়। বর্তমানে মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় সকলের সহযোগীতায় ৫ তলা ফাউন্ডেশন করে মসজিদের কাজ শুরু হয়। কিন্তু মসজিদ নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতায় বর্তমানে ১ম তলার কাজ শুরু হয়েছে। এই মসজিদের আর্থিক সংকটের কথা শুনে প্রবাসী আনোয়ার মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন। মসজিদটি নির্মাণকাজে সহযোগিতা করার জন্য আনোয়ার ফাউন্ডেশনের মতো অন্যান্য ফাউন্ডেশন, বিত্তবান এবং দেশ ও প্রবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে চাইলে ০১৭১৮৫৩৭০৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।