ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শেষ পর্যন্ত মেসিই মায়ামিকে হার থেকে রক্ষা করেন

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শেষ পর্যন্ত মেসিই মায়ামিকে হার থেকে রক্ষা করেন।

নির্ধারিত ৯০ মিনিটেও কোনো গোল হয়নি, অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটের খেলা চলছে।

সতীর্থ জর্ডি আলবার সঙ্গে দারুণ বোঝাপড়ায় লক্ষ্যভেদ করলেন লিওনেল মেসি। তার ওই গোলেই কোনোরকমে হার এড়ায় ইন্টার মায়ামি।

গতকাল মেজর লীগ সকারের ম্যাচে এলএ গ্যালাক্সির সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ৭৫তম মিনিটে দেজান ইয়োভেলিচের গোলে গ্যালাক্সি এগিয়ে যাওয়ার পর মেসির গোলে সমতায় ফেরে মায়ামি।

ম্যাচের মায়ামির পয়েন্ট পাওয়ার আরেক নায়ক ডে ১৩তম মিনিটে বক্সের ভেতর মায়ামির সার্জিও বুসকেটস ফাউল করলে পেনাল্টি পায় গ্যালাক্সি। পেনাল্টি শট নেন সাবেক বার্সেলোনা ফুটবলার রিকি পুজ। শটে জোরও হলেও বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে তা ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। ১৬ মিনিট পর পুঁজের আরেকটি গোলার মতো শটের সামনে বাঁধা হয়ে দাঁড়ান ক্যালেন্ডার।

ম্যাচের ৭৫তম মিনিটে এগিয়ে যায় গ্যালাক্সি। এবারও জোরালও শট নেন পুজ, তবে তা ঠেকিয়ে দেন ক্যালেন্ডার। ফিরতি বল পেয়ে মার্কো ডেলগাডো বাড়িয়ে দেন ফাঁকায় থাকা ইয়োভেলিচকে। সার্বিয়ান ফরোয়ার্ড সহজেই জালে পাঠান বল।

৮৮তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে গ্যালাক্সির মিডফিল্ডার ডেলগাডো।

পরের মিনিটেই মেসির শট একটু জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

১৬৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।