শেষ সময়ে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের ভিড় বাড়ছে।
চলে গেছে ২৯ দিন। আর একদিন পর পালিত হবে মুসলমান ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন জামা-কাপড়। তাই সিলেটের ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে বিপনী বিতান, মার্কেট থেকে অলিগলি।
বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, পুরুষের চেয়ে নারী ক্রেতাদের ভিড় অন্যদিনের চেয়ে অনেক বেশি। ক্রেতাদের আকর্ষণ করতে মার্কেটগুলোকে রয়েছে বর্ণাঢ্য সাজ।
২৫ রমজানের আগ পর্যন্ত পুরুষ ক্রেতাদের ভিড় বেশী থাকলেও শেষ সময়ে পুরুষের চেয়ে নারী ক্রেতাদের ভিড় বাড়ছে।
মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, রীতিমতো কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। একইভাবে অভিজাত ফ্যাশন হাউস মাহা, আড়ং, সেইলর, বঙ্গ, দেশিদশ থেকে শুরু করে নয়াসড়ক, কুমারপাড়া ও জেলরোড সড়কের সব ফ্যাশন হাউজে ঈদের কেনাকাটা বেড়েছে।
নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থিত ব্লুওয়াটার শপিং সিটি, আলহামরা, শুকরিয়া, সিটি সেন্টার, সিলেট মিলেনিয়াম, লতিফ সেন্টার, কোর্ট পয়েন্টে মধুবন, নয়াসড়ক, কুমারপাড়া ও হাসান মার্কেটসহ সবকটি শপিংমলে মানুষের উপচেপড়া ভিড়। ঈদের পোশাকের জন্য সবচেয়ে ব্যস্ততম এলাকা হিসেবে গণ্য হয় এলাকার মার্কেটগুলো। এসব মার্কেটে উচ্চবিত্ত, মধ্যবিত্তরা কেনাকাটায় সারছেন। আর নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আনাগোনা বন্দরবাজার ও হকার্স মার্কেটে।
এদিকে পবিত্র ঈদ-উল-ফিতরের কেনাকাটাকে সামনে রেখে ছিনতাই, চুরি ও যৌন হয়রানিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বড় বড় মার্কেট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেক মার্কেটে নিজস্ব ব্যবস্থাপনায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরীতে জোরদার করা হয়েছে পুলিশি টহল।