সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও গ্রেনেড হামলায় আহত মুহাম্মদ আব্দুস সোবাহানের নিজ উদ্যোগে শোকের মাস আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ আগস্ট) বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে কোরআনে খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও গ্রেনেড হামলায় আহত মুহাম্মদ আব্দুস সোবাহান, মাওলানা বদরুল ইসলাম, মাহবুব বখত চৌধুরী, মিনহাজ আহমদ ইমান, ছামি মালিক প্রমুখ।
৯৫ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।