সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি অনিয়ম ও ইউনিয়নের নাম ভাঙিয়ে টাকা পয়সা আত্মসাতের অভিযোগে সিলেট জেলা ট্রাক, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদর কোতোয়ালী থানা উপ-কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিলুপ্ত কমিটির সাথে কোনো প্রকার যোগাযোগ, লেনদেন বা কার্যক্রম না করার জন্য সকল উপ-কমিটিসহ পরিবহন শ্রমিক নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
রোববার সিলেট জেলা ট্রাক, পিকআপ, কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান কার্যকরী পরিষদের এক জরুরী সভা সংগঠনের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুুল গফুর মিয়ার পরিচলনায় সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্টিত হয়। উক্ত জরুরী সভায় সদর কোতোয়ালী থানা উপ-কমিটিকে সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি
৯৪ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।