ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে সিসিমপুর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে সিসিমপুর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন- শ্রীমঙ্গল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি দিল আফরোজ বেগম। প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আরডিআরএস বাংলাদেশের আয়োজনে ইউএস‌এইড’স সিসিমপুর প্রকল্প বাস্তবায়ন নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিসিমপুর প্রকল্প মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ২ শত ৫০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছে। এ বছর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ঢাকা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ শত ৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২ শত ৮ টি বিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শ্রীমঙ্গল উপজেলায় প্রাক- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করবে এ প্রকল্প। এ সময় ১১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলার মেরিগোল্ড কিন্ডারগার্টেনে ৯ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালযয়ের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি ইউএস‌এআইডি’র অর্থায়নে সিসেমি ওয়ার্কসপের কারিগরি সহযোগিতায় বাস্তবায়ন করবে আরডিআরএস বাংলাদেশ।

১০১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।