ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় অন্তত ৩১ জনের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ডিএমসি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নদীর পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কেন্দ্রীয় চা-উৎপাদন অঞ্চল বদুল্লায়, যেখানে রাতে পাহাড়ধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। পার্শ্ববর্তী নুয়ারা এলিয়া জেলাতেও একইভাবে আরও চারজনের মৃত্যু হয়েছে। বাকি মৃত্যুগুলো দেশের অন্যান্য এলাকা থেকে ঘটেছে।  এছাড়া বর্ষণ ও ভূমিধসের কারণে প্রায় ৪০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক হাজার একশোর বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে দেশটির সরকার দেশজুড়ে চূড়ান্ত বর্ষের স্কুল পরীক্ষা দুদিনের জন্য স্থগিত করেছে।

চলতি সপ্তাহের এই আবহাওয়া-সংক্রান্ত মৃত্যুহার গত বছরের জুনের পর সর্বোচ্চ। সে সময় প্রবল বর্ষণে ২৬ জনের মৃত্যু হয়েছিল। গত ডিসেম্বরেও বন্যা ও ভূমিধসে ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।

সেচব্যবস্থা ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য শ্রীলঙ্কা মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল, বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে দেশটিতে ক্রমবর্ধমানভাবে তীব্র বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।