বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।
রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত করেন।
সংক্ষিপ্ত সফরে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা থেকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা ফখরুল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসেন তিনি।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরাণ (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা ফখরুল।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের সময় তাঁর সাথে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রিয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। বিকেল ৩টায় গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।