ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সংঘর্ষের সময় গু লি তে এক সাংবাদিক নি হ ত

rising sylhet
rising sylhet
জুলাই ১৮, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে মেহেদী হাসান নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

তিনি ‘ঢাকা টাইমস’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার ছিলেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে যাত্রীবাড়ী থেকে দুইজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করেন। তার মধ্যে একজন হলেন নিহত সাংবাদিক মেহেদী হাসান। তার মরদেহ শনাক্ত করেছেন তার স্ত্রী।

তিনি আরও জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ছয়জনের মরদেহ এসেছে।

সূত্র জানায়, হানিফ ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন সাংবাদিক মেহেদী হাসান। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি ঘটনাস্থলে দায়িত্বপালনে নিয়োজিত ছিলেন।

১৪৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।