ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে সাংবাদিক সামছুজ্জমানকে মুক্তি প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীদের ও সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার এবং সংবাদ প্রচার করার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্বাধীনতা পরিপস্থি এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চক্রান্ত। এই দেশের জনগণ ত্রিশ লক্ষ এর উপরে প্রান দিয়ে সঠিক কথা বলে সঠিক তথ্য প্রচার করে সাংবাদিকতার সঠিক দায়িত্ব পালন করেও গ্রেফতার হয়ে জেলে থাকা খুবই দূর্ভাগ্যজনক।
সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের অধিকার পূর্ণগণতন্ত্র দেশে প্রতিষ্ঠা এই দেশের ১৬ কোটি জনতার প্রাণের দাবী। এই দাবী প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারীদের পূর্ণ স্বাধীনতা প্রমাণ করার জন্য ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি