সংবাদ প্রকাশের পর সিলেট পাসপোর্ট অফিসের চার কর্মকর্তা বদলী।
সিলেট পাসপোর্ট অফিসের সংবাদ প্রকাশ করার পর একদিনে পরিচালক সহ তিন কর্মকর্তাকে বদলী করা হয়।
অন্যদিকে দুদকের আরেক মামলায় আসামী হলেন, সিলেট পার্সপোর্ট অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
সোমবার দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক বলেছে,আসামিরা সাবেক আইজিপি বেনজীর আহমেদের দাপ্তরিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। এরপরেও বিভাগীয় অনাপত্তি সনদ (এনওসি) যাচাই না করে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পরস্পর যোগসাজশে বেনজীর আহমেদের নামে সাধারণ পাসপোর্ট ইস্যু ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।
এ ধরনের অনুমোদন দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দি বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩–এর ১১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
বেনজীর ছাড়া এই মামলার বাকী আসামিরা হলেন, পাসপোর্টের সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম, টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক ও বিভাগীয় পরিচালক আবদুল্লাহ আল মামুন।