ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ সম্মেলনে ভু ক্ত ভো গী পরিবারের অ ভি যো গ বালাগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখল করতে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানি

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জের বাদেহস্তিদূর গ্রামে এক প্রবাসীর সম্পত্তি দখল করতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ ও বহিরাগতদের দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ২টার দিকে বাদেহস্তিদূর গ্রামে নিজ বাড়িতে বালাগঞ্জ ওসমানীনগরে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে প্রবাসী বশির গাজীর পক্ষে জবরুল গাজী লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ করেন।

 

 

লিখিত বক্তব্য থেকে জানা যায়, গ্রামের প্রবাসী বশির গাজী, এলাইছ গাজীর বসত বাড়ির ভূমি এস এ ও বিএস রেকর্ডে তাদের মালিকানা রয়েছে। কিন্তু ইদানীং তাদের হয়রানি করতে ভূমির মালিকানা দাবী করে শাহজাহান গাজী আদালতে মামলা দায়ের করেন। আদালতে মামলা চলাকালীন অবস্থায় গ্রামের মুরব্বি প্রবাসী আতাউর রহমান তালুকদার এলাকার অন্যান্য মুরব্বিদের সহযোগীতায় উদ্যোগ নিয়ে উভয় পক্ষের লিখিত সম্মতি গ্রহণপূর্বক গ্রাম্য শালিসের মাধ্যমে যার যার দলিল,দাগ খতিয়ান মোতাবেক যায়গা চিহ্নিত করে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নিলে শাহজাহান গাজী তা মানেনি। এরপর শাহজাহান গাজী বালাগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ দিয়ে এবং বহিরাগতদের বাড়িতে এনে তাদেরকে হয়রানি করছেন।

 

 

শাহজাহান গাজী তাদের ভূমি ছাড়ার জন্য অব্যাহত হুমকি ধমকি দিয়ে আসছেন। এমতাবস্থায় তারা ভয়ে আতংকিত হয়ে শাহজাহান গাজীর মিথ্যা মামলার হয়রানী থেকে রেহাই পেতে এবং বহিরাগতদের আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহায়তা চান।

 

গ্রামের মুরব্বি আতাউর রহমান তালুকদার বলেন, আমরা উদ্যোগ নিয়ে তিনশ টাকা মূল্যের স্টাম্পে উভয় পক্ষের দস্তখত নিয়ে বিষয়টি মিমাংসা করার কথা বলেছিলাম, বশির গাজী মানলেও শাহজাহান গাজী তা মানেন নি ।

 

অভিযুক্ত শাহজাহান গাজী বলেন, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা বানোয়াট। আমি আদালতে একটি স্বত্ব মামলা করেছি। বশির গাজী মামলা অমান্য করে বাড়িতে গাছ কেটেছেন। আমি বাঁধা দিয়েছি। তিনি গুলি ছুঁড়েছেন, আমি আইনের দ্বারস্থ হয়েছি।

 

বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, বশির গাজী ও শাহজাহান গাজীর মধ্যে জমিজমা নিয়ে আদালতে মামলা রয়েছে। জমির মালিকানার বিষয় বিজ্ঞ আদালত দেখবেন। পুলিশ উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছে, হয়রানি করছে না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাড়ির মালিক বশির গাজী, এলাইছ গাজী, গ্রামের মুরব্বি আতাউর রহমান তালুকদার, মখলুছ গাজী,ইউপি সদস্য সায়েরা বেগম, লয়লুছ গাজী,খলকু মিয়া,শিপন গাজী,রিপন গাজী, আব্দুল মুজিব, শেখ আব্দুস সালিক,ওয়াহাব উল্লাহ,লয়লুছ গাজী,নুরজাহান গাজী, দুলাল গাজী প্রমূখ।

৬২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।