সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সিলেট গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুন নাসের বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। বিস্তারিত এখনও জানা যায়নি।
জানা গেছে, ঐ মোটরসাইকেল আরোহী সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা র শিকায় হয়।
৬২ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।