বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ সদর ইউনিয়নের চশমা প্রতীকের প্রার্থী হাসান আহমদকে সিলেট জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল চেয়ারম্যান ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার হাসান আহমদের দায়েরকৃত নির্বাচনী ফলাফল সংক্রান্ত মামলার রায়ে ৭৮ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় দেন বিচারক। এ রায়ের ফলে কয়েকদিনের মধ্যে জকিগঞ্জ সদর ইউপিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন হাসান আহমদ।
২০২১ সালে জকিগঞ্জ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদের ভোট গণনায় অনিয়ম কারচুপি করে হাসান আহমদকে পরাজিত দেখানো হয় বলে অভিযোগ তুলেন প্রার্থী হাসান আহমদ।
পরে নির্বাচনী নির্বাচনী ট্রাইব্যুনালে পুনঃগণনা চেয়ে মামলা দায়ের করেন। ওই মামলার রায়ে তিনি বিজয়ী হয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।