দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়—৫৪ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৪৮, মাইজদীকোর্টে ২৬, সন্দ্বীপে ২১, পটুয়াখালীতে ২০ ও গোপালগঞ্জে ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
বিভাগভিত্তিক সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস:
৪ জুলাই (শুক্রবার পর্যন্ত):
খুলনা, বরিশাল, চট্টগ্রামে অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেটে অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি।
৫ জুলাই (শনিবার পর্যন্ত):
রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটে বেশি অংশে বৃষ্টি; রাজশাহী, ঢাকা, ময়মনসিংহেও বৃষ্টির সম্ভাবনা।
৬ জুলাই (রোববার পর্যন্ত):
দেশের প্রায় সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারি বৃষ্টির আশঙ্কা।
৭ ও ৮ জুলাই (সোম ও মঙ্গলবার):
সারাদেশেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে; কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সদৃশ ঝোড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে, তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।