রাইজিং বিজ্ঞপ্তি :: সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের কনভেনার মেম্বার ইকবাল কামাল সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় এবং কনভেনার মেম্বার মোঃ মনিরুল ইসলাম সোহান যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে তাঁদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মারকাজ পয়েন্ট সংলগ্ন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার জালাল উদ্দিন জেসলু’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনভেনার মেম্বার রুহুল আমিন রুহেল, শিল্পী কাকলি দত্ত মুন্নি, বুরহান আহমদ অপু, মাহমুদ আহমদ, পাপরুল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজেদ আহমদ, নাঈম আহমদ, সুমান আহমদ, মোস্তাক আহমদ, আফজাল আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইকবাল কামাল ও মনিরুল ইসলাম সোহান।
অনুষ্ঠানে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের পক্ষ থেকে মনিরুল ইসলাম সোহানকে সম্মানতা ক্রেস্ট ও ইকবাল কামালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীতাঙ্গনে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী সিলেট আন্তুরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তাদের কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য শিল্পী তৈরি হচ্ছেন। কনভেনার মেম্বারদের দায়িত্বশীলতার কারনে সংগঠনের কার্যক্রম গতিশীল হচ্ছে। বক্তারা ইকবাল কামাল মহানগর বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দক্ষতা ও সুনামের সাথে পালন করবেন এবং কনভেনার মেম্বার মোঃ মনিরুল ইসলাম সোহান যুক্তরাষ্ট্রে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সহ সিলেটের সংগীতাঙ্গণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।