ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধ র্ষ ণের মা ম লায় লিটন গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
অক্টোবর ২০, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

দোয়ারাবাজারে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি লিটন মিয়া (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব মামলা সূত্রে জানায়, ভিকটিম দোয়ারাবাজারের জনতা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে লিটন মিয়া তাকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় লিটন ক্ষুব্ধ হয়ে প্রায়ই মদ্যপ অবস্থায় রাস্তায় খারাপ আচরণ করত। মান-সম্মানের ভয়ে ভিকটিমের পরিবার তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।

পরে গত ১৫ জুলাই রাত ৮টার দিকে ভিকটিম নিজ বাড়ির পাশের নলুয়া মরা নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থেকে তাকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়।

দীর্ঘ এক মাস পর ১৮ আগস্ট ভিকটিমের বাবা জানতে পারেন যে, লিটন মিয়া মেয়েটিকে নিজের বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে।

ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লিটন তাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত লিটন মিয়াকে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদকের মতো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পর থেকেই লিটন পলাতক ছিল। পরে র‌্যাব-৯ (সিপিসি-৩, সুনামগঞ্জ) এবং র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।