ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সমালোচনা থামছেই না- ভারতের আলাদা সুবিধা নিয়ে কথা বললেন মাইকেল ভন

rising sylhet
rising sylhet
জুন ২৮, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সমালোচনা থামছেই না।

ক্রিস গেইল, ইনজামাম উল হকের পাশাপাশি এবার বিশ্বকাপে ভারতের আলাদা সুবিধা নিয়ে কথা বললেন মাইকেল ভনও।

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড।

ভারতকে আইসিসি যে আলাদা সুবিধা দিয়ে আসছে এটি নতুন নয়। তবে সম্প্রতি বিষয়টি আবারও সবার নজরে এসেছে বিশ্বকাপ দিয়ে।

প্রথমটির জন্য আইসিসি রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়নি। এখানে ভারতেরই সুবিধা দেখছেন ভন। বিশ্বকাপকে ভারতীয় টুর্নামেন্ট আখ্যা দিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার জানান এটি একদমই ঠিক নয়।

এক সাক্ষাৎকারে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা তো ভারতের টুর্নামেন্ট। তারা নিজেদের পছন্দমতো সময়ে খেলতে পারে। তারা বিশ্বকাপ শুরুর আগে থেকেই জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে।

বিশ্বকাপটা ভারতের জন্যই আয়োজন করা হয়েছে দাবি করে ভন বলেন, ‘যেটা বললাম। দ্বিপাক্ষিক সিরিজ হলে এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনো একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এই প্রতিযোগিতা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই আয়োজন করা হয়েছে।

‘তারা সবগুলো ম্যাচ সকালে (স্থানীয় সময়) খেলে যাতে সমর্থকরা রাতে (ভারতীয় সময়) খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজ়ে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে? আইসিসির উচিত আরও বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা দেওয়াটা ঠিক নয়। ’

দ্বিতীয় সেমিফাইনালে গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। শিরোপা লড়াইয়ে আগামীকাল (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

১০৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।