raising sylhet
ঢাকাসোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত নাট্য পরিষদ থেকে পদত্যাগ করলেন রজত কান্তি গুপ্ত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন সিলেটের সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক বরাবরে লিখিতভাবে তিনি ব্যাক্তিগত ও পারিবারিক কারণে সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মর্মে উল্লেখ করেন।

রজত কান্তি গুপ্তের পারিবারিক সুত্রের বরাত দিয়ে জানানো হয় তিনি ৬ সেপ্টেম্বর পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন এবং অদ্য ৮ সেপ্টেম্বর রবিবার প্রধান পরিচালক এর কাছে ভার্চুয়ালি প্রদান করা হয়।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন বিগত সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন। ইতিপূর্বে তিনি পরপর পাঁচবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি লিখিত আবেদনে বলেন, সভাপতির দায়িত্ব পালন কালিন সময়ে তার আচরণ ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে সকলকে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান,তিনি সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সহ নাট্য পরিষদের সকল নেতৃবৃন্দ, সংগঠনের সকল অগ্রজ ও অনুজ সদস্যবৃন্দ,সাংস্কৃতিক অঙ্গনের সকলের প্রতি, জনপ্রতিনিধি,প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সকল সুধীজনের প্রতি নাট্য পরিষদের দায়িত্ব পালনে পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

৩০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।