
রাইজিংসিলেট- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা হারিয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলারা যে কর্মকাণ্ডে লিপ্ত, তাতে এ সরকার আর নির্বাচন করতে পারবে না।
সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর টানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “আমলারা সরকারের হয়ে ষড়যন্ত্র করছে। তবে আমরা এই চক্রান্ত প্রতিহত করবো এবং প্রতিরোধ গড়ে তুলবো। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।