raising sylhet
ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার বার বার বিদ্যুৎ গ্যাসের দাম

rising sylhet
rising sylhet
মার্চ ১৪, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য কিন্তু দেশ স্বাধীন ঠিকই হয়েছে তবে সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই যারাই ক্ষমতায় ছিলেন এবং আছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দ্রব্যমূল্যের ক্রোম বর্ধমান উর্ধগতির কারণে দেশের সাধারণ মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে অর্থের অভাবে সাধারণ মানুষ পরিবারের ভরণপোষণ দিতে ব্যর্থ হয়ে বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে পরিশোধ করতে না পারায় অনেকে জায়গায় আত্মহত্যার খবরও শোনা যাচ্ছে। দেশ আজ বিদেশি ঋণের শর্ত বাস্তবায়নে ক্রেতাদের উপর চাপ আরো বাড়বে। আই এম এফ এর মত বিশ্বব্যাংক ও ঋণ দিতে শর্ত চাপাচ্ছে যার কারনে সরকার তাদের শর্ত মানতে ইতিমধ্যে জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অর্থের অভাবে শিল্প কলকারখানা টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ হযয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন ইসলামে শ্রমিকদের অধিকার মর্যাদা রক্ষায় সমাজ ব্যবস্থা কার্যমের রুপরেখা দিয়েছেন যেখানে থাকবে না জুলুম শোষন কিংবা দুর্বলকে নির্যাতিত নিষ্পেষিত করার মত ঘৃণ প্রবনতা। তিনি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল ৩টায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার উদ্যোগে রেলস্টেশন চত্ত্বরে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দক্ষিন সুরমা থানা আহবায়ক মোঃ আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হযরত মাওলানা আরফানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি হযরত মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম সাজুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানার সভাপতি মোঃ আব্দুলল মুহিত সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

সম্মেলনে মোহাম্মদ আল আমিন তালুকদারকে সভাপতি ও মোঃ নুর হাদীকে সহ-সভাপতি ও মাওলানা সরাফাত উল্লাহ আরফানকে সাধারণ সম্পাদক করে ইসলামী শ্রমিক আন্দোলন দক্ষিণ সুরমা থানার নতুন কমিটি ঘোষনা করা হয়।

৭৮ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।