ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের রোষানলে পড়েন দস্তগীর

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তোলা হয় সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে । এসময় নিহত তুরাবের সহকর্মী উপস্থিত সাংবাদিকদের রোষানলে পড়েন দস্তগীর। কয়েকজন সাংবাদিক এসময় আবেগাপ্লুত হয়ে দস্তগীরকে কিল-ঘুষি মারতে শুরু করেন। তবে সেনা ও পুলিশ তাদের বাধা দিয়ে শান্ত করে।

বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাব পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

পরে দস্তগীরকে পুলিশ ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

বৃস্পতিবারের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন এপিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও এপিপি আলী হায়দার ফারুক।

বাদীপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আব্দুর রব ও অ্যাডভোকেট আব্দুল খালিক।

দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগে ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক পুলিশ আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেফতার করে । পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

১২২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।