সাংবাদিকে মা র ধ র করলো ট্রেনের কর্মচারীরা!
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অবৈধ যাত্রী উঠানোর ছবি তোলায় দৈনিক মানবজমিন পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি শাহ মোস্তফা কামালকে ট্রেনে উঠিয়ে মারধর করে ট্রেন থেকে ফেলে দেয় পাওয়ার কারের অপারেটর মোঃ মোক্তার ও তার সহযোগীরা।
এ ঘটনায় আহত সাংবাদিক মোস্তফা কামালকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (পথ) মো. সাইফুল্ল্যা জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক মো. মোক্তারকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নির্যাতনে শিকার মোস্তফা কামাল জানান, কালনী ট্রেনে দীর্ঘদিন থেকে অবৈধভাবে যাত্রী বহন করে আসছিল। এমনকি ট্রেনের বিদ্যুতের ইউনিট পাওয়ার কারের ভিতরেও ঝুঁকির মুখে যাত্রী নিয়ে আসছে অপারেটররা। সকালে কালনী ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে আসলে পাওয়ার কারে অবৈধভাবে যাত্রী উঠানোর ছবি তুলে স্টেশন মাস্টারের কক্ষে অবস্থান করছিলেন সাংবাদিক মোস্তফা কামাল। এ সময় ট্রেন থেকে নেমে এসে পাওয়ার কারের অপারেটর মোঃ মোক্তারের নেতৃত্বে কয়েকজন স্টাফ স্টেশন মাস্টারের কক্ষ থেকে তাকে ধরে নিয়ে ট্রেনে উঠায়। পরে তাকে বেধড়ক মারপিট করে।