গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অজামিল চন্দ্রনাথের মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাবের শোক।
রোববার ( ৮ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সিলেট সিটি প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আব্দুল হালিম সাগর সাবেক সভাপতি বাবর হোসেন এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এক শোক বার্তায় বিদেহী আত্মার শান্তি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক দুইবারের সভাপতি, সাপ্তাহিক সিলেটের তথ্যের সম্পাদক, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি, ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক অজামিল চন্দ্রনাথ দীর্ঘ ৪০ দিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় অদ্য ৮সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ রবিবার সন্ধ্যায় ইহলোক ত্যাগ করেন৷ তিনি একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন।
তাঁর মৃত্যুতে সিলেট সিটি প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন ও শোক সম্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদায়ী আত্মার শান্তি কামনা করেন।